দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে যুবলীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৮:১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
- / ৪১৫ বার পড়া হয়েছে
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে যুবলীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে কর্মি সমাবেশের আয়োজন করে ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। কর্মি সমাবেশের আগে একটি মোটরসাইকেল র্যালি বের করা হয়। কর্মি সমাবেশে নতিপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম উদ্দীন মেম্বর, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মিনারুল ইসলাম, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সদস্য এরশাদ আলী, শফিকুল ইসলাম, আলিম উদ্দিন, নান্নু, মইদুল, নাজিম উদ্দীন, জিয়াউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় নতিপোতা ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম উদ্দীন বলেন- যুবলীগের সুনাম ক্ষুণœ করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে। তারা নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করতে হবে। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিতে উন্নয়নের ধার অব্যহত রাখতে হবে।