নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার ঝাঝাডাঙ্গা ও জয়নগর থেকে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাত আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার বিরেন্দ্রনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় ঝাঝাডাঙ্গা চুনাইঘাট নামক স্থান হতে ১৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৪ হাজার ৮০০ টাকা। এদিকে, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির বিশেষ টহলের কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার জয়নগর গ্রামে অভিযান চালান। এ সময় জয়নগর বিএসপি মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত ২৩৪ বোতল ফেন্সিডিলের সর্বমোট মুল্য ৯৩ হাজার ৬০০ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।