প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিলুফা খাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়ীতে আগুনে ধান ভাব দেওয়ার সময় অসাবধানতাবশত পানির মোটরের সুইচ দেওয়ার পর ঝুলে থাকা তাঁর শরীরে জড়িয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার বিবরণে জানা যায়, নাটুদহের চন্দ্রবাস গ্রামের মাঝপাড়ার মিজানুর রহমান ভজার স্ত্রী নিলুফা খাতুন নিজ বাড়িতে ধান ভাব দিয়ে নান্দায় ভর্তি করে পানি দেওয়ার জন্য মোটরের সুইচ অন করেন। পরে পানির নল নান্দায় ধরার সময় ঝুলে থাকা বিদ্যুতের তার নিলুফার শরীরে জড়িয়ে যায়। পরিবারের লোকজন দ্রুত ঘরে থাকা মেন সুইচ অফ করে নিলুফাকে উদ্ধার করলেও উদ্ধারের পূর্বেই তাঁর মুত্যু হয়। নিলুফার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।