দামুড়হুদার গোপালপুর মসজিদ ও চিৎলা রবজেলশাহ আশ্রমে অনুদান দিলেন জেলা পরিষদের প্রশাসক মনজু

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার গোপালপুর মসজিদ ও চিৎলা গ্রামের রবজেল শাহ আশ্রমের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে এক লক্ষ করে মোট ২ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। গতকাল বিকাল ৩ টার হতে সাড়ে ৫ টার মধ্যে এ দুটি প্রতিষ্ঠানে অনুষ্ঠানিক ভাবে অনুদান প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। এসময় মনজু বলেন, জাতির জনক বঙ্গুবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোর প্রচেষ্টায় দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশের একটি মহল নানাভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইছে। স্বাধীন বাংলায় জঙ্গীবাদ ও সন্ত্রাসীদের কোন ঠাঁই নাই। বাংলার মাটিতে জঙ্গীবাদের নিপাত হবেই। শোকের মাসের আজ ১৯ তম দিন। এ মাসে একটি ভয়াবহ দিন অতিবাহিত হয়েছে আমাদের দেশে। বিভিন্ন সময় বিভিন্ন বাঁধা এসেছে, তা আমরা সম্মিলিত ভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও সব বাঁধা মোকাবেলা করতে পারবো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেখন এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে তখন বিরোধী অপশক্তি জঙ্গীবাদের মাধ্যমে এই অগ্রযাত্রা রোধ করতে চায়। কিন্তু কোনভাবেই এই অগ্রযাত্রা বাধাগ্রস্থ করা যাবে না।  এসময় উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ার সোহরাব হোসেন, ইউপি সদস্য মিনারুল ইসলাম, আ.লীগনেতা ইলিয়াছ হোসেন, ফরজ আলী, আবুল কালাম, আব্দুল মমিন, আব্দুল আজিজ, জিনারুল, মহিউদ্দিন, দোস্ত মহাম্মদ, সাজাহান, আবুল কাশেম, রফিকুল ইসলাম, সিরাজুল, মোতালেব প্রমুখ।