দামুড়হুদার কাঁঠালতলায় জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা বাজারে চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিপিএইচডি অর্থনৈতিক কর্মসূচি এবং ৭ সফর ১৪৪২ হিজরি বিশ্ব ওলির পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন চকলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া। দ্বিতীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা ফ্রন্ট বিভাগীয় সভাপতি মাওলানা মো. আবু সাইদ ও কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মো. রুস্তম আলী মল্লিক। আরও উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা সভাপতি মো. তানজির আহমেদ, ছাত্রফ্রন্ট বিভাগীয় সভাপতি মো. রুহুল কুদ্দুস, ওলামা ফ্রন্ট জেলা সভাপতি মাওলানা মো. মোস্তফা কামাল সীমান্ত বুলবুলী, জাকের পার্টি আলমডাঙ্গা থানার সভাপতি মো. তক্কেল আমিন, চুয়াডাঙ্গা সদর থানার সভাপতি মো. শফিউদ্দীন, জীবননগর থানার সভাপতি ওবাইদুর রহমান, দামুড়হুদা থানার সাধারণ সম্পাদক মো. ওলি হোসেন, মো. আক্কাস আলী, মো. খোকন মিয়া, বকুল, হোসেন, জাকির হোসেন প্রমুখ। জাকেরপার্টি জেলা সভাপতি মো. আব্দুল লতিফ খান যুবরাজের নির্দেশে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রফ্রন্ট জেলা সভাপতি মো. আজগর আলী।