
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহানের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা লোকমোর্চার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিসকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মা ও শিশু সহায়তা কার্যক্রম সর্ম্পকে আলোচনা করেন উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী। সভায় উপস্থিত থেকে আরও আলোচনা করেন উপজেলা লোকমোর্চার পরিবেশ বিষয়ক সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার প্রচার সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য মাকসুদুর রহমান রতন, সেলিনা আক্তার, মিরাজুল ইসলাম মিরাজ, আরিফুল ইসলাম মিলন ও রকিবুল হাসান তোতা।