
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক (২০২৩/২৪) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও জমাদান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দামুড়হুদা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া হয়।
দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি পদে এম. নুরুন্নবী, সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে হাফিজুর রহমান কাজল, সহসভাপতি পদে মাহবুবুর রহমান মনি, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিরাজুল ইসলাম মিরাজ, ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক পদে সাজিদ হাসান সোহাগ, অর্থ সম্পাদক পদে আহাদ আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক পদে খালেকুজ্জামান, নির্বাহী সদস্য পদে আব্দুস সালাম, শামসুজ্জোহা পলাশ ও জাহিদুর রহমান মুকুল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে দামুড়হুদা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি পদে আলী আজগার সোনা, সাধারণ সম্পাদক পদে তানজির ফয়সাল, সহসভাপতি পদে ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে এস এম সুজন ও নির্বাহী সদস্য পদে সালাউদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শ্রী গোপাল চন্দ্র বিশ্বাসের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করছেন ইকরামুল হক পিপুল ও আসমত আলী বিশ্বাস। আজ সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার করা যাবে। তফসিল অনুযায়ী আগামী ২২ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রেসক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।