ইপেপার । আজ রবিবার, ১০ নভেম্বর ২০২৪

দামুড়হুদা ডুগডুগিতে গরু ব্যবসায়ীকে বেধড়ক মারধর

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৪:০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার তারাণিপুর গ্রামের গরু ব্যবসায়ী হামিদুলকে (৪৫) কাঁচা ঝাল চুরির অভিযোগে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ডুগডুগি বাজারে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় হামিদুল ইসলাম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারাণিপুর গ্রামের দিদার বাক্সের ছেলে গরু ব্যবসায়ী হামিদুল ইসলাম ডুগডুগি বাজারে গরু বেচা-কেনার জন্য গিয়েছিলেন। এসময় ডুগডুগি গ্রামের মো. আকবার আলীর ছেলে মো. নজরুল ইসলাম নজু এবং তার ছেলে মো. হাসান আলী তারদের জমির থেকে কাঁচা ঝাল চুরির অভিযোগে হামিদুলকে মারপিট করেন। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আকবার আলীর ছেলে মো. নজরুল ইসলাম নজু এবং তার ছেলে মো. হাসান আলির নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা ডুগডুগিতে গরু ব্যবসায়ীকে বেধড়ক মারধর

আপলোড টাইম : ০৪:০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

দামুড়হুদা উপজেলার তারাণিপুর গ্রামের গরু ব্যবসায়ী হামিদুলকে (৪৫) কাঁচা ঝাল চুরির অভিযোগে মারধর করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ডুগডুগি বাজারে এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় হামিদুল ইসলাম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারাণিপুর গ্রামের দিদার বাক্সের ছেলে গরু ব্যবসায়ী হামিদুল ইসলাম ডুগডুগি বাজারে গরু বেচা-কেনার জন্য গিয়েছিলেন। এসময় ডুগডুগি গ্রামের মো. আকবার আলীর ছেলে মো. নজরুল ইসলাম নজু এবং তার ছেলে মো. হাসান আলী তারদের জমির থেকে কাঁচা ঝাল চুরির অভিযোগে হামিদুলকে মারপিট করেন। পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আকবার আলীর ছেলে মো. নজরুল ইসলাম নজু এবং তার ছেলে মো. হাসান আলির নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।