
দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার লোকনাথপুর-পরাণপুর সড়কে বাঁশ ফেলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় এক দম্পত্তিকে মারধর করে মোবাইল, নগদ টাকা ও কানের দুল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গত শুক্রবার রাত ১১টার দিকে লোকনাথপুর-পরাণপুর সড়কের ধাপড়ী মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া দম্পতি হলেন- পরাণপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সাইদুর রহমান (৪০) ও তাঁর স্ত্রী রুমিতা খাতুন (৩০)।
ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা ইসলামী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফিরছিলাম। পথের মধ্যে ধাপড়ী মাঠে পৌঁছালে অজ্ঞাত ৬-৭ জন সড়কে বাঁশ ফেলে আমাদের থামায়। মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে তারা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় আমাদের সঙ্গে থাকা নগদ ৩ হাজার ৫ শ শত টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমার স্ত্রী বাঁধা দিলে তার কান থেকে সোনার দুল টান দিয়ে ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।’
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘রাত ১০টা পর্যন্ত ওই সড়কে আমাদের টিম টহল দিয়েছে। ঘটনাটি এরপরে ঘটে থাকতে পারে। ওই এলাকায় টহল বাড়িয়ে দেওয়া হবে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ হয়নি।’