দামুড়হুদার মুক্তারপুরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলার মুক্তারপুর নাজাত হাফিজিয়া ক্বওমি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। এসময় ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ডাঙ্গাপাড়া দারুল ইসলামি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন মানিকনগর ডিএস আলিম মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা শহিদুল ইসলাম শাহেদী, তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন হযরত মাওলানা মাহফুজুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এলকার ধর্মপ্রাণ মানুষ।