
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রাম অজ্ঞাতনামা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে বিষ্ণুপুর গ্রামের ইসমাইলের পুকুর পাড় থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলা বিষ্ণুপুর গ্রামের পুকুরে এক শিশুর মৃতদেহ ভাসতে দেখেন একই গ্রামের সাইফুল ইসলাম। এসময় তিনি স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে পুকুর পাড়ে কবর দেন। পরে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিককে ঘটনাস্থলে পাঠান। তিনি গিয়ে মাটি খুঁড়ে অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
এসআই শেখর চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা জানতে পারি অজ্ঞাতনামা একটি শিশুর লাশ পুকুরের পানি থেকে তুলে কবর দেওয়া হয়েছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’