
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় গাঁজা ও ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার সকালে দামুড়হুদার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ার খোকনের ছেলে আশরাফুল (৩৫) ও একই উপজেলার রুদ্রনগর গ্রামের মাঝেরপাড়ার আজিজুল হকের ছেলে আজাদুল ইসলাম (৩৮)। আটককৃতদের মধ্যে আশরাফুলকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা এবং আজাদুল ইসলামকে নিয়মিত মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহাকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে ২২ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল আলম ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশরাফুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই টিম আজাদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ আজাদল ইসলামকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।