দামুড়হুদার নাপিতখালিতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলার নাপিতখালি বদনপুর দরুল সুন্নাহ হাফিজিয়া ক্বাওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে নাপিতখালি বদনপুরে মাদ্রাসা প্রাঙ্গনে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি রবিউল আলম মণ্টুর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। প্রধান বক্তা ছিলেন মাগুরা থেকে আগত মাওলানা এফএম জাহাঙ্গীর আলম। দ্বিতীয় বক্তা ছিলেন কুষ্টিয়া ডিএস আলিম মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা মো. শহিদুল ইসলাম শাহেদ, তৃতীয় বক্তা ছিলেন নাপিতখালি বায়তুন জামে মসজিদের ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম। মাহফিলে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।