দামুড়হুদার জয়রামপুর দিন-দুপুরে চুরির অভিযোগ
- আপলোড টাইম : ১০:২৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ৪১ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 75.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্কুল বটতলা নামক স্থানে দিন-দুপুরে জুয়েলারি দোকানের তালা ভেঙে স্বর্ণ অলংকারসহ নগদ টাকা চুরি হয়েছে। গত শনিবার বেলা আড়াইটার দিকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলারি দোকানের মালিক আনোয়ার হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্র থেকে জানা যায়, জয়রামপুর নওদা পাড়ার ইসলাম ফকিরের ছেলে জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেন জয়রামপুর স্কুল বটতলায় নিউ আনোয়ার জুয়েলার্স নামের স্বর্ণের দোকান আছে। গত ৩০ জুন বেলা আড়াইটার দিকে প্রতিদিনের ন্যায় তিনি খাবার খাওয়ার জন্য বাড়িতে যান। খাবার খেয়ে দোকানে ফিরে এসে দেখেন তার দোকানের সার্টার কাটা। পরে দেখেন ক্যাশবাক্স ভাঙা। এছাড়া আড়াই ভরি স্বর্ণের অলংকার নেই। ক্যাশবাক্স তার ৫০ হাজার টাকা ছিল।
দামুড়হুদা মডেল থানার এসআই ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়রামপুর স্কুল বটতলায় স্বর্ণের দোকানে চুরি হয়েছে, এই মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।