
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার জয়রামপুরে অভিযান চালিয়ে ৫২০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাজাসহ জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহিদুল আলম। সাজাপ্রাপ্তরা হলেন- জয়রামপুর নওদাপাড়ার আনসার আলীর ছেলে আনারুল ইসলাম (২৫) ও মালিথা পাড়ার মৃত শামসুদ্দিন ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাহিদুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে জয়রামপুর মালিথা পাড়ার কবরস্থানের পাশে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ আনারুল ইসলামকে আটক করেন। পরে মালিথা পাড়ায় রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাহিদুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আনারুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। একই আইনে রবিউল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।