ইপেপার । আজ বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

দামুড়হুদার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০২:১৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

দর্শনা—চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলায় মোটরসাইকেল—ভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে আবু তাহের (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের কাউছার আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে আবু তাহের ভ্যানে করে যাত্রী নিয়ে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এমন সময় বিপরীত দিক থেকে আশা মাইক্রোবাস তার পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে আবু তাহেরকে পথচারীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তার মৃত্য হয়। গতকাল মাগরিবের নামাজের পর পরানপুর স্কুলমাঠে জানাজা শেষে আবু তাহেরকে দাফনকার্য সম্পন্ন করা হয়। এ দুর্ঘটনায় গুরুতর জখম মোটরসাইকেল চালক রকি (৩৫) সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপেরেশন) হিমেল বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদার কাঁঠালতলায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

আপলোড টাইম : ০২:১৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

দর্শনা—চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কের কাঁঠালতলায় মোটরসাইকেল—ভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে আবু তাহের (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের কাউছার আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে আবু তাহের ভ্যানে করে যাত্রী নিয়ে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এমন সময় বিপরীত দিক থেকে আশা মাইক্রোবাস তার পায়ের ওপর দিয়ে চলে যায়। পরে আবু তাহেরকে পথচারীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তার মৃত্য হয়। গতকাল মাগরিবের নামাজের পর পরানপুর স্কুলমাঠে জানাজা শেষে আবু তাহেরকে দাফনকার্য সম্পন্ন করা হয়। এ দুর্ঘটনায় গুরুতর জখম মোটরসাইকেল চালক রকি (৩৫) সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (অপেরেশন) হিমেল বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়।