প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় হুন্ডি মামলার আসামি আতিয়ার রহমান ধড়িখোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আতিয়ার রহমান ধড়িখোলা কার্পাসডাঙ্গা ইউনিয়নের সিমান্তবর্তী মুন্সিপুর গ্রামের গরিব ধড়িখোলার ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গ্রেপ্তারকৃত আতিয়ার রহমান ধড়িখোলা গত মঙ্গলবার বিজিবির হাতে হুন্ডির মাধ্যমে অবৈধ পথে আসা প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার হওয়া স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ এর বি ধারা মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই ইমরান হোসেন ও এএসআই মসলেম উদ্দি নেতৃত্বে কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।