
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সঙ্গে উপজেলা পর্যায়ের সাংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। সভাপতির বক্তব্যে তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি সবেমাত্র এই উপজেলায় যোগদান করেছি। এই মতবিনিময় সভার মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আনন্দিত বোধ করছি। আপনাদেরকে সঙ্গে নিয়েই আমি এই উপজেলার বিভিন্ন সমস্যা ও তা সমাধানের চেষ্টা করবো। আমি যতদিন এ উপজেলায় আছি তদদিন এ অঞ্চলের সাধারণ মানুষের সেবা করে যেতে চাই। আপনারা যারা সংবাদকর্মী আছেন সকলের সহযোগিতা পেলে আমার কাজ করতে আরও সুবিধা হবে। আপনাদের সকল ভালো কাজে আমাকে সব সময় পাশে পাবেন।’
সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য মিরাজুল ইসলাম মিরাজ ও সুজন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সদস্য এফ এ আলমগীর হোসেন, সহ সম্পাদক কামরুজ্জামান যুদ্ধ, সদস্য আব্দুল হান্নান, সুকুমার চন্দ্র বাধন, হাসমত আলী, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আ. জলিল, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক রকিবুল হাসান তোতা, সহসাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা মিন্টু, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সহ-প্রচার সম্পাদক আনারুল ইসলাম, কোষাধক্ষ্য আরাফাত মল্লিক, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সিম্পোজিয়াম মিটিং পরামর্শ বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, নির্বাহী সদস্য ইমরান হোসেন, শেখ হাতেম, হাফিজুর রহমান শমসের, রাজু আহম্মেদ, রবিউল ইসলাম বাবু, মশিউর রহমান প্রমুখ।