দামুড়হুদায় যুবদলের কর্মী সমাবেশ
- আপলোড টাইম : ০২:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
দামুড়হুদার মাদ্রাসা ও বেগোপাড়ায় যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মাদ্রাসাপাড়ায় ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
তিনি বলেন, আওয়ামী লীগের যারা গা দিয়ে উড়ে বেড়াচ্ছেন, আপনারা মনে রাখবেন, আপনাদের অপরাধের সাজা নিতে হবে। আইনিভাবে আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
কর্মী সমাবেশ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ ও যুবদল নেতা তারিকুল ইসলাম লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা মাদ্রাসা ও বেগোপাড়া যুবদলের নেতা বাকী বিল্লাহ, সাইদুর রহমান, মিণ্টু, বাশার, নয়ন, সাদেক, শাহ জামাল, আবু বক্কও ও শাহ আলম ডাবলু। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড যুবদলের নেতা ওমর ফারুক।