
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর প্রতিদিন পত্রিকার দামুড়হুদা অফিসের আয়োজনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
মেহেরপুর প্রতিদিন পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি রকিবুল হাসান তোতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, মেহেরপুর প্রতিদিন পত্রিকার দর্শনা থানা প্রতিনিধি আহসান হাবীব মামুন, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার দর্শনা প্রতিনিধি চঞ্চল মাহমুদ উপস্থিত ছিলেন। মেহেরপুর প্রতিদিন পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি আল মুতাকাব্বির সাকিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।