
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলা বালাইনাশক বিক্রেতা অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার কার্পাসডাঙ্গায় ডিসি ইকোপার্কে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম থেকে গ্রামান্তরে কৃষকের দোরগোড়াই সেবা পৌঁছে দিতে হবে। কৃষক বাঁচলে দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে। কৃষক তো সবসময় ব্যাংকে যেতে পারে না। আবার ব্যাংকও টাকা দিতে পারে না। আপনারা সহযোগিতার হাত যদি না বাড়িয়ে দিতেন, তাহলে কৃষকরা ঠিক সময়ে সার ও বালাইনাশক জমিতে প্রয়োগ করতে পারত না। সোনার ফসল ঘরে তুলতে পারত না। কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন আপনারা।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচাজ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, নতিপোতা ইউপি ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, হাউলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি আতিয়ার রহমান হাবু, আওয়ামী লীগ নেতা অ্যাড. আবু তালেব, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আসাদুল হক, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি নুরনবি, ব্যবসায়ী কামাল উদ্দিন আহম্মেদ সাণ্টু প্রমুখ। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান।