চুয়াডাঙ্গা শুক্রবার , ৪ মার্চ ২০২২

দামুড়হুদায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ রুমঃ
মার্চ ৪, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদায় চার বোতল ফেনসিডিলসহ কুতুব উদ্দীন (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক কুতুব উদ্দীন জয়রামপুর চিলেপাড়ার মৃত আলী কদরের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জয়রামপুর চিলেপাড়ার পেঁপে বাগান থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোয়াদ বিন মোবারক, এএস গাফফার ও এএসআই জাহিরুল ইসলাম ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার জয়রামপুর চিলেপাড়ার মৃত আলী কদরের ছেলে কতুব উদ্দিনকে একই পাড়ার পেঁপে বাগান থেকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশী করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।