
প্রতিবেদক, দামুড়হুদা:
দীর্ঘদিন পলাতক থাকা ৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি আশরাফুজ্জামানকে (৪০) গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ। গত মঙ্গলবার দিবাগত অভিযান চালিয়ে রংপুর জেলার পীরগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফুজ্জামান দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের আলী আহম্মদের ছেলে। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিউল আলম, উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহাবউদ্দীন নস্কর রংপুর জেলার পীরগঞ্জ গ্রাম থেকে আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করেন। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।