প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ কীটনাশক রাখার অপরাধে জিহাদ ট্রেডার্সের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে জিহাদ ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাশ।
জানা যায়, দামুড়হুদা উপজেলা সদর বাসস্ট্যান্ডে জিহাদ ট্রেডার্সে নিষিদ্ধ কীটনাশক কার্বফুরান ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার খবর পেয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সাইফুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে সত্যতা মিললে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কৃষি বিপণন ২০১৮ এর ১৯ ধারায় জিহাদ ট্রেডার্সের মালিক জামশেদ আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত নিষিদ্ধ কার্বফুরান ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক মাটিতে পুঁতে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল।