
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দুপক্ষের মারামারিতে চারজন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা কাস্টমমোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দুপক্ষের লোকজন দামুড়হুদা মডেল থানায় পাল্টা-পাল্টি অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল কার্পাসডাঙ্গা কাস্টমমোড়ে আহসান হাবিব পিয়ারের মোটরসাইকেল শোরুমে যান কুড়ুলগাছি ইউনিয়নের ফরিদুজ্জামান রানা (৪৫), স্টার (৩৩), মকলেছুর (৩৫) ও হল্ট চাঁদপুরের সম্রাট। শোরুমে ঢুকে তারা ম্যানেজার আনারুল ইসলাম, কর্মচারী ঝণ্টু ও সজিবকে (১৮) গালিগালাজ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তারা শোরুমের পাশের একটি দোকান ভাঙচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে।
শোরুমের মালিক আহসান হাবিব অভিযোগ করে বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তারা শোরুমে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। প্রায় ২ লাখ টাকার মালামাল ও আশবাবপত্র ভাঙচুর করে। আর শোরুমে থাকা ৩ জনকে প্রাণনাশের হুমকি দেয়।’
এ বিষয়ে শোরুমের ম্যানাজার আহত আনারুল বলেন, শোরুমে প্রবেশ করে চাঁদা দাবি করেন তারা। টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে জখম করেন।
ফরিদুজ্জামান রানা দাবি করেন, তিনি আনারুলের কাছে ৫০ হাজার টাকা পেতেন। ২০ হাজার টাকা দেওয়ার পর বাকি টাকা আর দিচ্ছে না। বকেয়া টাকা চাইতে গেলে তারা আমাদের ওপর হামলা করে। আবার আমাদের বিরুদ্ধেই থানায় গিয়ে উল্টো হামলা ও চাঁদা দাবির অভিযোগ করেছে।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম জানান, উভয়পক্ষ পাল্টা-পাল্টি অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনানূগ ব্যবস্থা নেওয়া হবে।