ইপেপার । আজ রবিবার, ১০ নভেম্বর ২০২৪

দামুড়হুদায় দুই নারীকে মারপিট, থানায় অভিযোগ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৫:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / ৩২ বার পড়া হয়েছে

দামুড়হুদায় পূর্ব বিরোধের জেরে গোলনাহার ও রিতা আক্তার নামের দুই নারীকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। গত শনিবার উপজেলার হাতিভাঙ্গা গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মুনছুর আলীর স্ত্রী গোলনাহার ও তাদের ছেলের বউ রিতা আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিভাঙ্গা গ্রামের মুনছুর আলীর সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার সকালে রফিকুল ইসলামের পক্ষে কয়েকজন মুনছুর আলীর বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী গোলনাহার ও ছেলের বউ রিতা আক্তারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারপিটের সময় রিতা খাতুনের গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয়া হয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। পরে ওই দিনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুনছুর আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বলেন, গত কয়েকদিন পূর্বে হাতিভাঙ্গা গ্রামের জৈনেক্য এক হুজুরের ছাগল চুরির অভিযোগ উঠে একই গ্রামের মুনছুর আলীর ছেলে মোস্তাফার বিরুদ্ধে। এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে জানতে পারি মোস্তফার মা ও স্ত্রীকে মারপিট করা হয়েছে। তবে এ ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় দুই নারীকে মারপিট, থানায় অভিযোগ

আপলোড টাইম : ০৫:২৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

দামুড়হুদায় পূর্ব বিরোধের জেরে গোলনাহার ও রিতা আক্তার নামের দুই নারীকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। গত শনিবার উপজেলার হাতিভাঙ্গা গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মুনছুর আলীর স্ত্রী গোলনাহার ও তাদের ছেলের বউ রিতা আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিভাঙ্গা গ্রামের মুনছুর আলীর সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শনিবার সকালে রফিকুল ইসলামের পক্ষে কয়েকজন মুনছুর আলীর বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী গোলনাহার ও ছেলের বউ রিতা আক্তারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মারপিটের সময় রিতা খাতুনের গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয়া হয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। পরে ওই দিনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুনছুর আলী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বলেন, গত কয়েকদিন পূর্বে হাতিভাঙ্গা গ্রামের জৈনেক্য এক হুজুরের ছাগল চুরির অভিযোগ উঠে একই গ্রামের মুনছুর আলীর ছেলে মোস্তাফার বিরুদ্ধে। এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে জানতে পারি মোস্তফার মা ও স্ত্রীকে মারপিট করা হয়েছে। তবে এ ঘটনায় উভয় পক্ষ পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছেন।