দামুড়হুদায় চিৎলায় ওয়াজ মহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলার চিৎলা ইউনিয়নের গোবিন্দহুদা জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম কাওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ওয়াজ মহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন চিৎলা গোবিন্দহুদা জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম কাওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের সভাপতি ফরজ আলী। প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মানুষ।