
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের গলায় ফাঁস দিয়ে মিম খাতুন (১৫) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা একটার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওঁড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। মিম খাতুন ওই গ্রামের উওরপাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে। পরিবারের সদস্যরা জানায়, মিম দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল। বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করানো হচ্ছিলো। কিছুদিন পূর্বেও সে আরও একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। গতকাল সকালে মিমের বড় ভাই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। এসময় স্থানীয়রা ছুটে এসে লাশ নিচে নামায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি মাথার সমস্যার কারণে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।