দামুড়হুদায় গরুভর্তি পাওয়ার টিলার উল্টে আহত-৭
- আপলোড টাইম : ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদার গরুভর্তি পাওয়ার টিলার উল্টে চালকসহ সাতজন গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের কাঁঠালতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ স্থানীয় চিকিৎসকের নিকটে নেয়। আহতদের মধ্যে উপজেলার দুধপাতিলা গ্রামের মৃত আজিজুল সরদারের ছেলে জামাল (৫৫), মোসলেম উদ্দীনের ছেলে লালটু (৩৫), হাবলুর ছেলে শিমুল (১৭) ও কাসেমের ছেলে খটুকে (৩০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে মেহেরপুর পশু হাটে গরু বেচাকেনা শেষে পাওয়ার টিলারযোগে গরু ব্যবসায়ীরা দুধপাতিলা গ্রামে ফিরছিলেন। পথে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার টিলারটির নিয়ন্ত্রণ হারান চালক। এসময় পাওয়ার টিলারটির রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ সাতজন জখম হন। খবর পেয়ে দামুড়হুদা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের মধ্যে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।