দামুড়হুদায় কৃষি মেলায় এডিসি আরাফাত রহমান

নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ খাদ্য, পানির অপচয় রোধ ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে দামুড়হুদায় কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা আয়োজনে জেএফজিইয়ের সহযোগিতায় ওয়াসেফ প্রকল্পের আওতায় এই কৃষি মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াসেপ প্রকল্পের উপজেলা এপেক্স কমিটির সভাপতি মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান।
তিনি বলেন, ‘কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পাশাপশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে। সেগুলোর ব্যবহার শুরু হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির বহুলাংশে উন্নয়ন হচ্ছে। নিরাপদ খাদ্য, পানির অপচয় রোধ ও ভার্মি কম্পোস্ট সার ব্যবহারে উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা বিশেষ ভূমিকা রাখছে। এছাড়া মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে বা কৃষকদের প্রশিক্ষণরে মাধ্যমে কৃষি খাতে ব্যাপক ভূমিকা পালন করছে।’
মেলায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা। তিনি বলেন, বৃহত্তর আকারে কৃষিকাজ করতে জমির বিকল্প নেই। একেকজন কৃষক একেকজন বিজ্ঞানী। আজকের এই কৃষিমেলায় কৃষকদেও তৈরি ৩০টি স্টল ঘুরে তারই প্রমাণ মেলে। বাংলাদেশ এখন বিশ্বের একটি সফল রাষ্ট্র। কৃষিতে সরকারের অভূতপূর্ব সফলতার কারণ হলো কৃষকদের মাঝে স্বল্পমূল্যে কৃষি উপকরণ সঠিক সময়ে পৌঁছে দেওয়া এবং সমবণ্টন করা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। সকলের উচিৎ ফসলি জমির পাশাপাশি বসতভিটাই নিরাপদ সবজি উৎপাদন করা।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল ও দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি বিভার্স চন্দ্রা সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা ফেডারেশনের সহসভাপতি আশরাফুজ্জামান পিণ্টু ও উপজেলা ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এর আগে অতিথির মেলার স্টল পরিদর্শন করে উত্তম কৃষি অনুশীলন ও পানি সাশ্রয়ী কৃষি, মাটির স্বাস্থ্যের উন্নতি, নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তার গুরুত্বে এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব ফুটিয়ে তোলায় কৃষকদের অভিনন্দন জানান। আলোচনা শেষে বিকেলে কৃষকদের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান পরিচালনা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী তোফায়েল আহমেদ।