দামুড়হুদায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক সভা

প্রতিবেদক, দামুড়হুদা:
সামাজিক সুরক্ষা কর্মসূচির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিকদের দাবি উত্থাপন প্রকল্পের আওতায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ক সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ওয়েভ ফাউন্ডেশন ও দি এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন লোকমোর্চার জুড়ানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রহমান নান্নু। স্বাগত বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিসুর রহমান ও ওয়েভ ফাউন্ডেশন এসপিপিএস প্রকল্পের সমন্বয়কারী নির্মল দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলার লোকমোর্চার সহসভাপতি রানি শাহ, সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলার লোকমোর্চার সহ-সম্পাদক হানিফ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন সাহা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপজেলা লোকমোর্চার পরিবেশবিষয়ক সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য মিরাজুল ইসলাম মিরাজ, রাকিবুল ইসলাম তোতা, মাকসুদুর রহমান রতন, আরিফুল ইসলাম মিলন ও মজিবর রহমান।
আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি সচিব শামীম রেজা, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের সচিব সুজাল আলী, নাটুদাহ ইউনিয়ন পরিষদের সচিব নুরজাহান খাতুন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব হাসানুজ্জামান হাসান, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সচিব শাহাবুবর রহমান, হাউলি ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দীন ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সচিব হারুনর অর রসিদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়েভ ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।