দর্শনা অফিস: দর্শনা হঠাৎ পাড়ায় ছাদ থেকে পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু দর্শনা হঠাৎ পাড়ার মামুন আল রাজীর স্ত্রী শাহনাজ খাতুন (৩৫)। গতকাল বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার শীতে বাড়ির ছাদে রোদে বসে মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন। এ সময় রোদ সরে যাওয়ায় পিছন ফিরে বিছানা সরাতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে ৫ম শ্রেনীর ছাত্রী মেয়ে মহিনী খাতুনকে রেখে গেছে। মামুন আল রাজী ওয়েভ ফাউন্ডেশনের অডিট বিভাগের একজন কর্মকর্তা ও দর্শনা অনির্বাণ থিয়েটারের নির্বাহী কমিটির সদস্য। সে অডিটের কাজে গত কয়েকদিন ধরে ওয়েভ ফাউন্ডেশনের ভেড়ামার ইউনিট অফিসে কর্মরত ছিলো।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।