দর্শনা সরকারী কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ যোগদান করায় এমপি টগরকে সংবর্ধনা
- আপলোড টাইম : ১২:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০১৬
- / ৪৬৪ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সাথে গতকাল সকাল ১০টায় তার নিজ বাসভবনে দামুড়হুদা উপজেলার দর্শনা সরকারী কলেজে নতুন যোগ দেওয়া অধ্যক্ষ শহিদুল ইসলাম ও উপাধ্যক্ষ আজিজুর রহমান মতবিনিময় করেছেন। এসময় হাজী আলী আজগার টগর এমপিকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে সংসদ সদস্যর বাসভবনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সংসদ সদস্য কলেজের অনার্সের বিষয় বাড়ানো, সিসি ক্যামেরা স্থাপন ও কলেজের সার্বিক উন্নয়ন বিষয়ে কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম ও উপাধ্যক্ষ আজিজুর রহমানের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সময় উপস্থিত ছিলেন,দর্শনা কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারেফ হোসেন, দর্শনা পৌর আ’লীগের সভাপতিস বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সহসভাপতি আশরাফুজ্জামান রিপন, কামরুল হাসান লোমান, মিল্লাত হোসেন, যুগ্ম-সম্পাদক প্রভাত, অপু প্রমূখ।