
নিজস্ব প্রতিবেদক:
দর্শনা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. রেজাউল করিম। তিনি গত ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের সন্তান প্রফেসর মো. রেজাউল করিম এর আগে চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। সাফদার আলী মোল্লা ও আছিয়া খাতুন দম্পতির ছেলে রেজাউল করিম পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি, ঝিনাইদহ কেসি কলেজ থেকে ১৯৮৩ সালে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে গণিতে অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে মাস্টার্স করে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেন।
রেজাউল করিম ১৯৯৩ সালে ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হিসেবে পদায়ন পেয়ে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দ্দী কলেজে গণিত বিভাগে যোগদানের মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বিএল কলেজ, এমএম কলেজ, ঝিনাইদহ কেসি কলেজসহ বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন। তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। প্রফেসর মো. রেজাউল করিম চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ইসমাইল হোসেনের ছোট জামাতা। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার স্থায়ী বাসিন্দা।
এদিকে দর্শনা সরকারি কলেজে নতুন উপধ্যক্ষ হিসেবে পদায়িত হওয়ায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন রেজাউল করিম।
অপরদিকে, নবাগত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিমকে শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকবৃন্দ, চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আহ্বায়ক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভীসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।