শিরোনাম:
দর্শনা রামনগরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত২
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১১:৩২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬
- / ৪৭৫ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা মুজিবনগর সড়কের রামনগর মোড়ে মটর-সাইকেল ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক সানজিদ ও সবুজ নামের দু’যুবক গুরতর আহত হয়েছে। আহত দুজন সানজিদ রামনগর কালিদাসপুরের ও সবুজ কার্পাসডাঙ্গার বাসিন্দা। গতকাল বিকালের দিকে এ দূর্ঘটনা ঘটে। জানাগেছে, গতকাল সানজিদ দর্শনা থেকে মটর-সাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দর্শনা রামনগর মোড়ে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি অটোভ্যানে ধাক্কা লাগে। এতে অটোভ্যান চালকের কিছু না হলেও মটরসাইকেল চালক সানজিদ ও সবুজ গুরতর আহত হয়। স্থানীয় পথচারীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে একজনেরঅবস্থা আশঙ্কাজন বলে জানাগেছে।
ট্যাগ :