
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা শাখা লাল সবুজ উন্নয়ন সংঘর আয়োজনে দামুড়হুদা উপজেলার দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে আনুষ্ঠানিক ভাবে বিদ্যালয়ে বৃক্ষরোপন করে উদ্বোধন করেন দর্শনা পৌরসভার সুযোগ্য মেয়র মতিয়ার রহমান। উদ্বোধন শেষে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যথাস্থানে এসে সমাপ্তি হয়। এসময় মেয়র মতিয়ার রহমান বলেন, বৃক্ষ আমাদের পরিবেশ বাঁচায়। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমরা প্রত্যেকে বর্ষা মৌসুমে অন্তত্ব একটি করে গাছ লাগাবো। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের প্রতিমাসের এক দিনের টিফিনের টাকা দিয়ে পরিচালিত সেচ্চাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। সবুজে সবুজে ভরে তোলায় এ সংগঠনের কাজ। সামাজিক উন্নয়ন পথশিশুদের পাশে থাকার এর মধ্যে হলো প্রাথমিক পর্যায়ে এক বিলিয়ন গাছ রোপন করা। যেমন জনবহুল স্থান স্কুল, কলেজ, মসজিদ, মন্দির গির্জা, হাটবাজার ও মেলাই বিলপ্তি প্রজাতির গাছ সন্ধান ও সংগ্রহ করে বেশি করে গাছ লাগিয়ে অক্সিজিনের চাহিদা মেটানো। এরমধ্যে সবচেয় গুরুত্বপূর্ণ যে বার্তা তা হলো বৃক্ষরোপনের মাধ্যমে পরবর্তী প্রজন্মরে গড় আয়ু বৃদ্ধি করা, পথ শিশুদের শিক্ষা দান করা, আর মাদক মুক্ত বাংলাদেশ গড়া। এ রকম অনেক কাজ নিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের পথচলা শুরু সারা বাংলাদেশ ব্যাপি। ইতমধ্যে এ সংগঠনের কার্যক্রম জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। তাদের এ মহৎ উদ্দোগকে সাফল্য মন্ডিত করি, সেই সাথে আমি এ সংগঠনকে নেতৃবৃন্দদের স্যালুট জানাই। তাদের সকল কার্যক্রম বর্তমান সমাজে প্রশাংসনীয়। আমি সর্বদা এ সংগঠনের পাশে থাকবো এবং এ সংগঠনের পাশে সকলকে থাকার জন্য উদাত্ব আহাবান জানান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহম্মেদ, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ জেলা শাখার লাল সবুজ উন্নয়ন সংঘর সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক এসএম রাসেল ইকবাল সেতু, সাংগাঠনিক সম্পাদক জাহিদ হোসেন, সহসাংগাঠনিক সম্পাদক সানজিদ আহম্মেদ, ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, প্রচার সম্পাদক রিফাত খান, অর্থ সম্পাদক আ: ছাত্তার প্রমুখ।