দর্শনা-মুজিবনগর প্রধান সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রধান সড়কটি রতনপুর গ্রামের পূর্বপ্রান্ত চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা হতে নির্মাণকাজ শুরু হয়েছে আটকবর মোড় হয়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ মোড় পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। এ মুহূর্তে চলছে ফিনিশিংয়ের কাজ। তাই সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে গতিরোধক নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসীসহ সচেতন মহল। বিশেষ করে আটকবর মোড়ের পশ্চিমাংশে, চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, কার্পাসডাঙ্গা কবরস্থান মোড় ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে গতিরোধক নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছে। তা নাহলে নতুন এ প্রশস্ত সড়ক পেয়ে তরুণ-যুবকরা যেভাবে তাদের বাইকের গতি বাড়াচ্ছে, তাতে শিগগিরই এ সড়কটি মৃত্যু ফাঁদে পরিণত হবে বলে সচেতন মহল মনে করছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।