দর্শনা বিজিবি পৃথক মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল উদ্ধার

j9jrty

দর্শনা অফিস: দর্শনা বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ফেন্সিডিল আটক করেছে। গতকাল রাত ১টার দিকে সুলতানপুর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার খলিলুর রহমান সঙ্গীও র্ফোস নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঝাঁঝাডাঙ্গা মাঠ থেকে ১২০ বোতল ফেন্সিডিল আটক করে। মাত্র একঘন্টার ব্যাবধানে রাত ২টার দিকে বারাদি বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আব্দূল বারেক সঙ্গীও র্ফোস নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে নাস্তিপুর পাকা রাস্তার উপর থেকে ৩৬ বোতল ফেন্সিডিল আটক করে। যার মুলো ধরা হয়েছে ৬২ হাজার ৪০০টাকা। তবে ফিন্সিডিল চোরাচালানীদের কাউকে আটক করতে পারেনি।