দর্শনা বাস টার্মিনালের স্থান পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু

দর্শনা অফিস: দর্শনাবাসীর দীর্ঘ দিনের একটি স্বপ্ন দর্শনা বাস টার্মিনাল যা অতি দ্রুত পূরণ হতে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে দর্শনা বাসষ্ট্যান্ড সংলগ্ন বাসটার্মিনাল প্রকল্প বাস্তবায়ন হবে বলে জেলা পরিষদ প্রশাসক মাহাফুজুর রহমান মনজু জানান। ইতো মধ্যে এ প্রকল্পের মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মানের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। গতকাল দুপুরে জেলা পরিষদের প্রশাসক দর্শনার কৃতি সন্তান মাহফুজুর রহমান মনজু দর্শনা বাসটার্মিনালের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, বাস টার্মিনালটি নির্মিত হলে, দর্শনা-ঢাকার মধ্যে চলাচলকারী সকল পরিবহন এখান থেকে ছেড়ে যাবে। সেই সাথে দর্শনা শহরের যানজট নিরশন হবে এবং বিভিন্ন স্থানে যত্রতত্র বাস, ট্রাক ও অন্যান্য যানবহন পার্কিং বন্ধ বন্ধ হবে। ফলে দর্শনা শহরের প্রধান সড়কের যানযট মুক্ত হবে। এছাড়া রাস্তায় যানবাহনসহ সাধারণ মানুষের যাতয়াতের ক্ষেত্রে অনেকটা নিরাপদ হবে। এসময় তিনি বৃহৎ জনস্বার্থে আগামী ৫দিনের মধ্যে বাস টার্মিনালের জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বসবাসকারীদের  নির্দেশ দেন। ঁেবধে দেওয়া এ সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়া হলে স্থাপনা মালিকদের বিরুদ্ধে কঠোরভাবে আইনী ব্যাবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, দর্শনা সিএ্যান্ড এফ এসোসিয়েশনের সেক্রেটারী আতিয়ার রহমান হাবু, আকমত আলী, বিশিষ্ট ব্যাবসায়ী ইদ্রিস আলী, ঠান্ড মিয়া, ওমর আলী, হাজী মওলা বক্স, খোরশেদ আলী, নাসির উদ্দিন খেদু, শহিদুল মোল্লা, রিপন, কবির, আক্তার, বাকি বিল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।