দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদের প্রয়াত প্রতিষ্ঠাতা ইসরাইল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে। চুপচাপ থাকলে শয়তান মনে বাসা বাধে। আমি দর্শনা এলাকায় অনেকটায় মাদক মুক্ত করতে পেরেছি। খেলাধুলায় বেশি ব্যস্ত থাকলে মাদক থেকে দূরে থাকা যায়।’
বাউল পরিষদের ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, হানিফ মণ্ডল ও এসআই মাজহারুল হক। আলোচনা শেষে দর্শনা থানার ওসি উপস্থিত সাধারণ দর্শকের মধ্যে মাস্ক বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আহসান হাবিব মামুন।
