দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের রুহের মাগফিরাত কামনায়

দর্শনা অফিস:
দর্শনা পৌরসভার মেয়র প্রয়াত মতিয়ার রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা পৌরসভার আয়োজনে ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমনের সভাপতিত্বে পৌর এলাকার জনপ্রিয় চারবারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমানের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনসুর বাবু, দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মফিজুর রহমান, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী ও জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাজী শহিদুল ইসলাম, আমির হোসেন, হাজী আকমত আলী, এরশাদ আলী মাস্টার, গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান প্রমুখ। দোয়া পরিচালনা করেন দর্শনা পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক।