
দর্শনা অফিস:
দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমানের মরদেহ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে। আগামীকাল শুক্রবার সকাল দশটায় দর্শনা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে তার লাশের প্রথম জানাযা ও বেলা ১১টায় নিজের গ্রাম ঈশ্বরচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিজ গ্রামে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে।
নিহত মেয়রের মেজো ভাই আতিয়ার রহমান হাবু জানান, মতিয়ার রহমানের মরদেহ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় দিল্লি বিমানবন্দর থেকে লাশবাহী কার্গো বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিমান বন্দরে পৌঁছাবে। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে মতিয়ার রহমানের মরদেহ দর্শনায় নেওয়া হবে। রাতে লাশ পৌঁছালে শুক্রবার সকাল ১০টায় দর্শনা কলেজ মাঠে জানাযা নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। জানাযা শেষে নিজ গ্রামে দাফনকার্য সম্পন্ন করা হবে।