দর্শনা পৌর মেয়র হলেন আতিয়ার রহমান হাবু

ছবি-মেয়র আতিয়ার রহমান হাবু

দর্শনা অফিস:
দর্শনা পৌরসভার উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী আতিয়ার রহমান হাবু মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার আতিয়ার রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তারেক আহমেদ। জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পদটি শূন্য হয় যায়। এ কারণে ২৩ জানুয়ারি মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রয়াত মেয়র মতিয়ার রহমানের মেজো ভাই ও দামুড়হুদা উপজলা আওয়ামী লীগের সাবেক অর্থসম্পাদক ও দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি আতিয়ার রহমান হাবুকে প্রার্থী ঘোষণা করে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। যাচাই-বাছাই হয় পরের দিন। প্রত্যাহারের দিন ছিল ২৭ ফেব্রুয়ারি। দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল ১৬ মার্চ। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার তারেক আহম্মেদ বলেন, ‘নির্বাচন অন্য কোনো প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে আতিয়ার রহমান হাবুকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আজ মঙ্গলবার মেয়র ঘোষণা করা হলো।’

উল্লেখ্য, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, শেখ আসলাম আলী তোতা ও আরিফুজ্জামান। আর মনোনয়নপত্র তুললেও জমা দেননি জামায়াত নেতা আব্দুল কাদের। এর মধ্যে যাচাই-বাছাইয়ে শেখ আসলাম আলীর প্রার্থিতা বাতিল হয়। আর আরিফুজ্জামান প্রার্থিতা প্রত্যাহার করে নেন।