সমীকরণ প্রতিবেদন:
দর্শনায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দর্শনা পৌর বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা পৌর বিএনপি সাবেক সহসভাপতি হাবিবুল্লাহ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল জোয়ার্দ্দার, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মালেক মন্ডল, দর্শনা পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক বদরুল আলম চৌধুরী ও কৃষক দল নেতা নজির আমি।
দর্শনা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়েলের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুফান, রবি, আব্দুর রাজ্জাক, খোকা, সাহার, নাসির, আজগর, আজাদ, সাইফুল, শাহিন, ফরমান, আজিজুল, সাহাবুল, মজিবর, রবিল, খাইরুল, আলাল, বাবু, কাদের, আলম, সোনা, কুটি, মাসুম, আল মামুন, রানা, অন্তর, সুমন, ইকবাল, তুষার, ইয়াছিনসহ দর্শনা পৌর বিএনপির সকল ইউনিট নেতৃবৃন্দ।