

দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর জাসদ (ইনু)-এর ঈদ পরবর্তী সম্মেলন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দর্শনা পৌর জাসদ কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর জাসদের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে জাকির হোসেনকে আহ্বায়ক করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ বিপু ও আলমগীর হোসেন। এছাড়াও আলম হোসেন, গোলাম মোস্তফা, মুনিরুজ্জামান, জামাল উদ্দিন, ওহিদুল ইসলাম, জহির রায়হান, আওয়াল হোসেন, কালু শেখ, সোহরাব উদ্দিন, মুঞ্জিলা আক্তার, হাশেম আলীকে সদস্য করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ঈদ পরবর্তী দর্শনা পৌর জাসদ (ইনু) শাখার কমিটি গঠন করা হবে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মিলন হোসেন, আলো প্রমুখ। কমিটি গঠন সভাটি পরিচালনা করেন আওয়াল হোসেন।