
দর্শনা অফিস:
প্রয়াত পৌর মেয়র মতিয়ার রহমানের স্বপ্ন পূরণে দর্শনা পৌর এলাকায় এলইডি লাইট স্থাপন কাজের উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ড, চৌরাস্তা মোড়ে এলইডি লাইট স্থাপন করে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। দর্শনা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রয়াত মেয়র মতিয়ার রহমানের স্বপ্ন ছিল দর্শনা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা। সে স্বপ্ন বাস্তবায়নের পূর্বেই তার অকাল মৃত্যু হয়েছে। এ স্বপ্ন বাস্তবায়নে দর্শনা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র মতিয়ারের আপন ভাই আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান হাবুকে আওয়ামী লীগ নৌকা প্রতীকে মনোনীত করেছে। আমরা তাকে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।’
এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, কাউন্সিলর মনির সর্দার, এনামুল কবির, আওয়ামী লীগ নেতা ইদরিস আলী, হায়দার আলী, যুবলীগ নেতা আ.হান্নান, হবা জোয়ার্দ্দার, মামুন শাহসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার সুধীজনেরা।