
দর্শনা অফিস:
আগামী ১৬ই মার্চ দর্শনা পৌরসভার উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল গত ১৯ শে ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত। এসময় পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতিয়ার রহমান হাবু, আরিফুজ্জামান ও শেখ আসলাম আলী তোতা স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এদিকে, জেলা নির্বাচন কর্মকর্তা তারিকুজ্জামান জানান, ২০ তারিখ থেকে মনোনয়ন বাছায় শুরু হলে ওই দিনেই শেখ আসলাম আলী তোতার (স্বতন্ত্র) মনোনয়ন ত্রুটির কারণে বাতিল করা হয়। আগামী ২৭ তারিখ বিকেল ৪টা পর্যন্ত যে কোনো প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহারের জন্য সময় পান। তবে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবে মনোনয়ন বাতিল করা প্রার্থী ২৩ ফেব্রুয়ারি (আজ) বিকেল চারটা পর্যন্ত আপিল করতে পারবে। আগামী ২৮ তারিখে প্রতীক বরাদ্দ হবে এবং আগামী ১৬ ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।