শিরোনাম:
দর্শনা পুলিশের বিশেষ অভিযান তক্ষক সাপসহ যুবক আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০১:৪০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬
- / ৩১২ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি তক্ষ সাপসহ তারিকুল ইসলাম ওরফে মিলন নামের এক যুবককে আটক করেছে। সে দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি গ্রামের স্কুলপাড়ার রিফাতউল¬াহ’র ছেলে। গতকাল সোমবার সাড়ে ৫টার দিকে আটকের পর মিলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্ধলক্ষ টাকা জরিমান আদায় করা হয়েছে। দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে বিশেষ অভিযান চালানো হয় কুড়–লগাছি গ্রামের স্কুল পাড়ায়। এসময় একটি মূল্যবান তক্ষক সাপসহ তারিকুল ইসলাম ওরফে মিলনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে আটককৃত মিলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
ট্যাগ :