
দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আকরাম (১৮) নামের এক ছিনতাই মামলার আসামীকে গ্রেফতার করেছে। গতকাল সকালের দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ১০ টার দিকে বিশেষ অভিযান চালিয়ে জীবননগর উপজেলার কয়া গ্রাম আকরামকে আটক করেন । এ সময় আকরাম তার নিজ বাড়িতে অবস্থান করছিলে। গ্রেফতারকৃত আকরাম দর্শনা শ্যামপুর জোড়া বটতলার ছিনতাই মামলার আসামী। যার মামলা নং ১০-তাং ৯.৫.১৬। এ মামলায় মোট ৪জন এজাহার ভুক্ত আসামী রয়েছে এদের মধ্যে হোসেন ও আব্দুল্লাহ নামের দু’জন জেলা হাজতে আছে। আদালতে এদের স্বীকার উক্তিতে আকরামকে গ্রেফতার করা হয়। এ মামলায় এখনও একজন পালাতক রয়েছে।