দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এ বছর না হওয়ার আশঙ্কা

দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এবছর না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ১৯১৬ সাল থেকে হয়ে আসা নৌকা বাইচ প্রতিযোগিতা এবছর হবে না বলে জানা গেছে। উদ্যোক্তার অভাবে প্রায় ১০০ বছর ধরে ঐতিহ্য পারকৃষ্ণপুর গ্রামের নৌকা বাইচ প্রতিযোগিতা আসছে। তবে এবছর এ অঞ্চলের হাজার হাজার মানুষ এ নৌকা বাইচ প্রতিযোগিতা বঞ্চিত হতে যাচ্ছে বলে জানা গেছে। পারকৃষ্ণপুর গ্রামের মোখলেছুর রহমান, সাকিল হোসেন, কিতাব আলী, লিটন ও মিলন জানায়, এবছর  নৌকা বাইচ প্রতিযোগিতার তেমন কোন উদ্যোক্তা নেই। তাছাড়া ব্যাপক খরচ, এ ব্যায়ভার বহন করার মত সার্মথ্য নেই। ফলে চলতি ভরা মাথাভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা করা কষ্ট্যসাধ্য হয়ে পড়েছে। তবে কেউ কেউ বলেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম ও মেম্বর খাইরুল বাসার ও গ্রামের লোকজন যদি ঐক্যমত হয়ে সহযোগিতা করে তাহলে এখনো সময় আছে নৌকা বাইচ প্রতিযোগিতা করে এলাকার মানুষের ১০০ বছরের বিনোদন ফিরিয়ে আনা যাবে।